হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের এগজ়িকিউটিভ ক্যাডার বিভাগে স্বল্প সময়ের চুক্তিতে কাজ করতে হবে তাঁদের। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৭টি শূন্যপদ রয়েছে।
এগজ়িকিউটিভ ক্যাডার বিভাগে নিয়োগ হবে সিএমএম ইঞ্জিনিয়ার, মিডল স্পেশ্যালিস্ট এবং জুনিয়র স্পেশ্যালিস্ট পদে। এর জন্য মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। পদের নিরিখে প্রার্থীদের বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে সংস্থার হায়দরাবাদ, লখনউ, কোরওয়া এবং কানপুরের দফতরে। প্রতি মাসের পারিশ্রমিক ৩৫,২০০ টাকা থেকে ৫২,৮০০ টাকা। সংশ্লিষ্ট পদগুলির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই আগ্রহীদের আলাদা করে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।
২৪ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও থাকা আবশ্যক। আবেদনমূল্য ৫০০ টাকা। হায়দরাবাদে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। এই বিষয়ে আরও তথ্য জানতে সংস্থার ওয়েবসাইটে নজর রাখতে পারেন।