Jobs in Cooch Behar

কোচবিহারের সরকারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ, বেতন কত?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২৬
Share:

প্রতীকী চিত্র।

কোচবিহার জেলার সরকারি স্কুলে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সহকারী শিক্ষক নেওয়া হবে। কোচবিহারের আকরাহাট দিশারী হ্যান্ডিক্যাপড স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। বাংলা ভাষা জানা থাকলে এবং স্নাতক হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে কোচবিহারের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ১১ অক্টোবর ই-অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। ১৫ অক্টোবর ইন্টারভিউ হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement