প্রতীকী চিত্র।
গবেষণাধর্মী কাজের সুযোগ দিচ্ছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। সোমবার প্রতিষ্ঠানের তরফে-এ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি সেন্টারে প্রকল্পের কাজ হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের টেকনিক্যাল রিসার্চ সেন্টার (টিআরসি)-তে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
প্রকল্পটিতে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে। মোট কতগুলি শূন্যপদে নিয়োগ হবে তা জানানো হয়নি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ হবে ৩০ এপ্রিল পর্যন্ত। এর পর ফান্ডিং এবং নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার কথা উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক ধার্য করা হবে প্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম মেনে। আবেদনকারীদের বিজ্ঞানের যে কোনও বিষয়ে পিএইচডি থাকা জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।