কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
পদার্থবিদ্যা বা ফিজিক্সের পড়ুয়াদের জন্য গবেষণার সুযোগ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি যৌথ ভাবে পরিচালিত গবেষণা প্রকল্পে প্রার্থী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রকাশ করা হয়েছে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও। এর জন্য আগ্রহীদের অনলাইনেই আবেদন জানাতে হবে। এর পর নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বা ফিজিক্স বিভাগে গবেষণার জন্য নিয়োগ করা হবে প্রজেক্ট ফেলো। শূন্যপদ রয়েছে একটি। বয়স যদি ২৮ বছরের মধ্যে হয়, তাহলেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। সংরক্ষিতদের ক্ষেত্রে থাকবে ছাড়। ইউজিসি ডিএই সিএসআরের নিয়ম মেনে নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে ৩১,০০০ টাকা। এ ছাড়াও মিলবে বাড়ি ভাড়া বাবদ ভাতাও। প্রাথমিক ভাবে এই পদে এক বছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ভিত্তিতে তা আরও তিন বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্সে স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। একইসঙ্গে প্রার্থীদের জেস্ট/ গেট/ নেট-জেআরএফ/ লেকচারশিপ/ ইউজিসি সিএসআইআর নেট জেআরএফ/ লেকচারশিপ পাশের শংসাপত্রও থাকতে হবে। তবে আবেদনের জন্য প্রার্থীদের এক্সপেরিমেন্টাল মেটিরিয়াল সায়েন্সে আগ্রহ থাকা জরুরি।
গবেষণা প্রকল্পটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং ইউজিসি ডিএই (ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি) কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএসআর)-এর একটি কোলাবোরেটিভ রিসার্চ স্কিম (সিআরএস)-এর অন্তর্ভুক্ত। প্রকল্পের অর্থ যোগান দেবে ইউজিসি ডিএই কনসর্টিয়াম।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে এই পদের জন্য আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৩০ অগস্ট। এর পর নিয়োগের ইন্টারভিউ হবে আগামী ৪ সেপ্টেম্বর। ওই দিন সমস্ত নথি-সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে প্রার্থীদের। এই বিষয়ে অন্যান্য তথ্য বিশদে জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।