BECIL Recruitment 2023

কেন্দ্রীয় মন্ত্রকে কনটেন্ট রাইটার-সহ নানা পদে কর্মী নিয়োগ বেসিল, শূন্যপদ ক’টি?

ভিডিয়ো এডিটর এবং কনটেন্ট রাইটার (হিন্দি এবং ইংরেজি) পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৫,০০০-৪৫,০০০ টাকা এবং ৪৫,০০০-৫৫,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে কেন্দ্রের সহযোগিতা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ কোঅপারেশনের জন্য। এর জন্য আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার অ্যান্ড টিম লিড, গ্রাফিক ডিজ়াইনার/ সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট, মাল্টিমিডিয়া ডিজ়াইনার, ভিডিয়ো এডিটর, কনটেন্ট রাইটার (হিন্দি) এবং কনটেন্ট রাইটার (ইংরেজি) পদে। সব মিলিয়ে মোট ছ’টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের জন্য কোনো বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। সিনিয়র ম্যানেজার অ্যান্ড টিম লিড, গ্রাফিক ডিজ়াইনার/ সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট, মাল্টিমিডিয়া ডিজ়াইনার পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৬৫,০০০-৭৫,০০০ টাকা, ৩০,০০০-৩৫,০০০ টাকা এবং ৫০,০০০-৬০,০০০ টাকা প্রতি মাসে। ভিডিয়ো এডিটর এবং কনটেন্ট রাইটার (হিন্দি এবং ইংরেজি) পদে নিযুক্তদের পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৫,০০০-৪৫,০০০ টাকা এবং ৪৫,০০০-৫৫,০০০ টাকা প্রতি মাসে।

প্রতি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতার এবং দক্ষতার মাপকাঠিগুলি আলাদা, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট বা সমগোত্রীয় বিভাগে চাকরিরতরা।

Advertisement

বাছাই প্রার্থীদের স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে তার আগে আগ্রহীদের বেসিল-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি ক্যাটেগরিভুক্ত, এক্স-সার্ভিসম্যান, মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫৩১ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ ডিসেম্বর। নিয়োগ শর্তাবলির বিষয়ে বিশদ তথ্য জানার জন্য বেসিল-এর ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement