কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর্কিয়োলজি বা পুরাতত্ত্ব বিভাগে পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। চলতি বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগে পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র সংগ্রহ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগে এ বার পিএইচডিতে মোট পাঁচটি আসনে ভর্তির সুযোগ রয়েছে। প্রবেশিকা (লিখিত পরীক্ষা) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাইয়ের পরেই পিএইচডিতে ভর্তি নেওয়া হবে। তবে যাঁরা নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বা যাঁদের এমফিল ডিগ্রি রয়েছে, তাঁদের শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
আগামী ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আর্কিয়োলজি বিভাগে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে। মোট নম্বর থাকবে ৬০। পরীক্ষায় সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তরা যথাক্রমে ৪৫ শতাংশ এবং ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষা দিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করা হবে আগামী ২৬ ডিসেম্বর। এর পর ২০২৪-এর ২ জানুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ে ৪০ নম্বরের মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনমূল্য বাবদ ১০০ টাকার রসিদও সমস্ত নথির সঙ্গে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ১৮ ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।