চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)। সংগৃহীত ছবি।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। বুধবার সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসিলের তরফে। আগ্রহীদের এর জন্য অনলাইনেই আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের রেডিয়েশন মেডিসিন রিসার্চ সেন্টার (আরএমআরসি), নিউটাউন ক্যাম্পাসের ওয়ার্ডে এবং রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট (পিসিএ) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা ধার্য করা হয়নি। নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে ১৭,৪৯৮ টাকা।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণি পাশের পর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছ’মাসের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (জিডিএ)-এর কোর্স বা তার সমতুল যোগ্যতা থাকতে হবে। অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট বা সমগোত্রীয় বিভাগে চাকরিরতদের।
বাছাই প্রার্থীদের স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। তবে তার আগে আগ্রহীদের বেসিল-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি ক্যাটাগরিভুক্ত, এক্স-সার্ভিসম্যান, মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫৩১ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ অক্টোবর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য বেসিল-এর ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।