রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় স্নাতকদের জন্য কাজের সুযোগ। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস (শিক্ষানিবশ) হিসাবে প্রার্থী প্রয়োজন। প্রতিষ্ঠানের কলকাতা-সহ দেশের বিভিন্ন কার্যালয়ে তাঁদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, সেই সংক্রান্ত বিষয়ে রইল বিস্তারিত।
কারা আবেদন করতে পারবেন?
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের স্নাতকস্তরে ৬০ শতাংশের বেশি নম্বর থাকা বাঞ্ছনীয়। সম্ভাব্য শূন্যপদ ১৪টি।
১৮ থেকে ২৭ বছর বয়সি প্রার্থীরা এই প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। তাঁদের কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ক্ষেত্রে দূরশিক্ষার মাধ্যমে পড়াশোনা চলছে কিংবা অস্থায়ী পদে কাজ করছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে না।
ডিপ্লোমা প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন মাসে ১২,০০০ এবং স্নাতকদের ১৪,০০০ টাকা ভাতা দেওয়া হবে। রেলটেল ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র পেশ করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদন জমা দিতে হবে। মেধা তালিকা প্রকাশের পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।