Govt Jobs in Darjeeling

শিলিগুড়ি জেলা হাসপাতালে হাউস স্টাফ প্রয়োজন, কী ভাবে আবেদন করবেন?

হাসপাতালের তরফে জানানো হয়েছে, যে সমস্ত প্রার্থী এমবিবিএস ডিগ্রি অর্জনের পর ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, তাঁদেরকেই নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২৪ ১৬:০৬
Share:

শিলিগুড়ি জেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ। এই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিলিগুড়ি জেলা হাসপাতালে হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৪।

Advertisement

উল্লিখিত পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি রয়েছে, এমন ব্য়ক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট এক বছরের চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।

সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ১৫ থেকে ২২ মে-এর মধ্যে হাসপাতালের নির্দিষ্ট কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফর্মটি পূরণ করে পদপ্রার্থীদের জন্ম এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সরকারি পরিচয়পত্র, ইন্টার্নশিপ এবং মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান এবং আধার কার্ড-সহ অন্যান্য আনুষঙ্গিক নথি জমা দিতে হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদের জন্য ২২ মে পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সেই বিষয়ে পরে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement