WII Recruitment 2025

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একাধিক পদে কর্মখালি, কারা আবেদন করতে পারেন?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের জন্য বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতাও বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:৩৪
Share:
Wildlife Institute of India.

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা প্রকল্পে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজের জন্য চার জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। ওয়াইল্ডলাইফ সায়েন্স, জ়ুলজি, মেরিন সায়েন্সেস, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, জিয়োইনফরমেটিক্স কিংবা সমতুল্য যে কোনও বিষয়ে স্নাতক থেকে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

পদের নিরিখে ৩৫ বছর থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২০ হাজার থেকে শুরু ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ মার্চ। পাশাপাশি, আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা জমা দিতে হবে। কবে ইন্টারভিউ নেওয়া হবে, সে বিষয়ে জানতে নিয়মিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement