ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকার অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মখালি। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে কর্মী প্রয়োজন।
ওই সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট কাজের জন্য মোট তিন জন কর্মীকে বেছে নেওয়া হতে পারে।
অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিযুক্তদের কর্মস্থল হবে প্রতিষ্ঠানের নাগপুরের দফতরে।একই সঙ্গে তাঁদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন, ডেটা কম্পাইলেশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আবেদনকারীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। ২ এপ্রিল আবেদনের শেষ দিন। নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।