Purba Medinipur Job Vancany

পূর্ব মেদিনীপুর জেলায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ, দশম উত্তীর্ণদের জন্য কাজের সুযোগ

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ড্রাইভার পদে চুক্তির ভিত্তিতে দশম উত্তীর্ণ ব্যক্তিকে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৫
Share:

চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ অফিস, তমলুক। ছবি: সংগৃহীত।

পূর্ব মেদিনীপুর জেলায় কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম উত্তীর্ণ ব্যক্তিকে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ওই ব্যক্তিকে ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তাই তাঁর অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

Advertisement

পাশাপাশি, নিযুক্ত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পদপ্রার্থীর আগে এইচআইভি সংক্রমিত এলাকায় কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে জেলা সমিতির দফতর থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শনের কাজে সাহায্য করতে হবে।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১১,২৬৪ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই আলাদা করে ওই পদের জন্য আবেদনপত্র জমা দিতে হবে না। তবে, পদপ্রার্থীদের মেধা, অভিজ্ঞতার ভিত্তিতেই সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

Advertisement

আগ্রহীদের ২৩ ফেব্রুয়ারি বেলা ১২টার আগে তমলুকের চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের অফিসে উপস্থিত থাকতে হবে। ওই দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স-সহ অন্যান্য নথি সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লিখিত পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জেনে নিতে প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement