আলিয়া বিশ্ববিদ্যালয়। আনন্দবাজার অনলাইন সংবাদদাতা কলকাতা ছবি: সংগৃহীত।
গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কাজ করতে হবে বিশেষ প্রকল্পে। প্রকল্পটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থানুকূল্যে চালিত হবে। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়তে পারে। পারিশ্রমিক বাবদ মাসে দেওয়া হবে ৩৮ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি/ মেটিরিয়াল সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নেওয়া হবে কর্মী। ২৭ নভেম্বর বেলা ৩টে থেকে বাছাই করা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।
কী ভাবে আবেদন করবেন?
প্রার্থীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। বিজ্ঞপ্তিটি মিলবে ওয়েবসাইটের ‘কেরিয়ার’ ট্যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি, বিস্তারিত জীবনপঞ্জি মেল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৩ নভেম্বর ’২৪, বিকেল ৫টা পর্যন্ত।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।