এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর একটি গবেষণা প্রকল্পে বিভিন্ন পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সে কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। পদগুলিতে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগের গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে প্রজেক্ট সাইকোলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইমেজিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওমিক্স এবং জুনিয়র নার্স পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে পাঁচটি। প্রজেক্ট সাইকোলজিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইমেজিং এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওমিক্স পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জুনিয়র নার্স পদে। প্রজেক্ট সাইকোলজিস্ট এবং জুনিয়র নার্স পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩২,০০০ টাকা এবং ১৮,০০০ টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইমেজিং এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওমিক্স পদে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক মিলবে ৩১,০০০ টাকা।
যে গবেষণা প্রকল্পের জন্য নিয়োগ, তার নাম- ‘পাথওয়েজ টু রেজিলিয়েন্স অ্যান্ড মেন্টাল হেলথ (পরম)’। গবেষণা প্রকল্পের অর্থ যোগান দেবে কেন্দ্রের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
প্রতিটি পদে আবেদনের জন্য রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে ছ’মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। পরে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বেড়ে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। এর পর সমস্ত নথি আপলোড করতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের লিঙ্কে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানানো যাবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।