ভোটের বীরভূমে ‘ভূত’-এর পোয়াবারো?

বীরভূমে ভোটগ্রহণ ১৭ এপ্রিল। কেন্দ্রীয় বাহিনী জেলায় পৌঁছে গিয়েছে অনেক আগেই। কিন্তু টহলদারি তেমন নেই। বোলপুর, পাড়ুই, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ইলামবাজার-সহ বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের পারদ রোজ একটু একটু করে চড়াচ্ছে শাসক দল। মাখড়া, হাঁসড়া, চৌমণ্ডলপুর, সাত্তোর, বারনবগ্রাম— গ্রামের পর গ্রামে একই অভিযোগ।

Advertisement

ঈশানদেব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০০:১০
Share:

বীরভূমে ভোটগ্রহণ ১৭ এপ্রিল। কেন্দ্রীয় বাহিনী জেলায় পৌঁছে গিয়েছে অনেক আগেই। কিন্তু টহলদারি তেমন নেই। বোলপুর, পাড়ুই, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ইলামবাজার-সহ বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের পারদ রোজ একটু একটু করে চড়াচ্ছে শাসক দল। মাখড়া, হাঁসড়া, চৌমণ্ডলপুর, সাত্তোর, বারনবগ্রাম— গ্রামের পর গ্রামে একই অভিযোগ। কোথাও কাজ পাইয়ে দেব, বাড়ি পাইয়ে দেব বলে টোপ ফেলা হচ্ছে ভোটারের সামনে। কোথাও প্রলোভনে কাজ হচ্ছে না বলে জল বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও ভোটার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া শুরু হয়েছে।

Advertisement

ভোট কি আদৌ ভোটের মতো হবে। নাকি ভোটের ভবিষ্যৎ ভুতুড়ে ভোটারদের হাতেই যাবে। কী বলছেন বীরভূমের মানুষ? কী বলছেন বিরোধীরা? সর্বোপরি কী বলছেন বীরভূমের কেষ্টদা? দেখে নিন এই ভিডিওয়:

আরও পড়ুন
লালমাটিতে গেরুয়া ঝড় তুলে দিয়েছেন ‘দিদি’, কঠিন চ্যালেঞ্জে অনুব্রত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement