মাত্র কয়েক ঘণ্টা হল গণনা শুরু হয়েছে। তাতেই সামগ্রিক ভাবে রাজ্যে এগিয়ে তৃণমূল। শুরুর দিকে কড়া টক্কর দিলেও, বেলা যত বাড়ছে ততই জোড়াফুল শিবিরের সঙ্গে দূরত্ব বাড়ছে পদ্ম শিবিরের। বেলা ১১টা পর্যন্ত ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে রয়েছে ৯৪টি আসনে। সংযুক্ত মোর্চা ৫টি আসনে এগিয়ে রয়েছে।
তবে নীলবাড়ির লড়াইয়ে প্রথম থেকেই লড়াইয়ের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। সেখানে পিছিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ছত্রছায়া থেকে প্রতিপক্ষ হয়ে ওঠা শুভেন্দু অধিকারী সেখানে এগিয়ে রয়েছেন। তৃতীয় দফায় ভোটগণনা শেষ হওয়ার পর নন্দীগ্রামে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু।
তবে এখনও ১৪ দফায় গণনা বাকি নন্দীগ্রামে। তাই এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় বলে মত তৃণমূলের। অন্য দিকে, সামগ্রিক ফল নিয়ে এখনই মাথা ঘামাতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। অন্তত ৭- ১০ দফা ভোটের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাবেন তাঁরা। সরাসরি তা আপনাদের কাছে পৌঁছে দেবে আনন্দবাজার ডিজিটাল।