Narendra Modi

Bengal election 2021: রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মোদী

বাংলার মানুষের জন্য তাঁরা কাজ করবেন জানিয়ে মোদী লেখেন, ‘বিজেপি রাজ্যবাসীর সেবা করে যাবে’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২১ ২০:৪৯
Share:

নরেন্দ্র মোদী ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার টুইট করেন তিনি।

Advertisement

টুইটে মোদী লেখেন, ‘বাংলার ভাই, বোনেদের ধন্যবাদ। ওঁরা আমাদের দলকে আশীর্বাদ করেছেন’। রাজ্যে বিজেপি-র শক্তি বৃদ্ধির কথাও মনে করিয়ে দিয়ে মোদী লেখেন, ‘এর আগে বাংলায় আমাদের খুব সামান্য উপস্থিতি ছিল। এবার সেটা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।’

বাংলার মানুষের জন্য তাঁরা কাজ করবেন জানিয়ে মোদী লেখেন, ‘বিজেপি রাজ্যবাসীর সেবা করে যাবে’। দলের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষে তিনি লিখেছেন, ‘নির্বাচনে সবাই যেভাবে একজোট হয়ে লড়েছেন, তার জন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে অভিনন্দন জানাচ্ছি’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement