West Bengal Election2021

কোন রসায়নে ঘুরে গেল নীলবাড়ির খেলা? বিশ্লেষণে আনন্দবাজার ডিজিটালের সম্পাদক

হুইলচেয়ারের চড়ে যে ‘খেলা’ তৃণমূলনেত্রী দেখালেন, তা বাংলার ভোটচিত্রে সত্যিই নজিরবিহীন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ২১:৫২
Share:
Advertisement

অবশেষে সমাপ্ত হল ২০২১ এর বিধানসভা নির্বাচন। জনতার রায় জানিয়ে দিল আগামী পাঁচ বছরের জন্য নীলবাড়ির প্রতিটি কোনা সাজানো থাকবে জোড়া ফুলের তোড়াতেই।

হুইলচেয়ারের চড়ে যে ‘খেলা’ তৃণমূলনেত্রী দেখালেন, তা বাংলার ভোটচিত্রে সত্যিই নজিরবিহীন। গেরুয়া শিবিরের হাইটেক মডেলের ডাবল ইঞ্জিনের গাড়ি যে ভাবে ধাক্কা দেবে বলে ভেবেছিল, তার অনেকটাই যেন ফিকে হয়ে গেল ২ মে’র বৃষ্টিমুখর সন্ধ্যায়। আর অন্য প্রান্তে সংযুক্ত মোর্চার ফিরে আসার স্লোগান কোনও ছাপই ফেলতে পারল না লড়াইয়ের ময়দানে। লাল দুর্গের শেষ ইটটুকু খসে তো পড়লই, পাশাপাশি খালি হাতেই ফিরতে হল কংগ্রেসকেও। প্রাপ্তি আইএসএফ-এর একটি আসন।

Advertisement

ঠিক কেমন হল এ’বছরের নীলবাড়ির লড়াই? কোন অঙ্কের হিসেবে তৃণমূলকে যুদ্ধ জয়ের শেষ হাসি উপহার দিলেন পিকে? কোন রসায়নে ঘুরে গেল নীলবাড়ির খেলা? এই সব কিছু নিয়েই নীলবাড়ির লড়াইয়ের বিশ্লেষণে আনন্দবাজার ডট কমের সম্পাদক অনিন্দ্য জানা এবং তাঁর সহকর্মী উদ্দালক ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement