West Bengal Assembly Election 2021

Bengal Election: ভোটের আগে বনগাঁয় বণ্টন কেন্দ্রে ভোটকর্মীদের ভিড়, নেই মাস্ক, শিকেয় দূরত্ব বিধি

কেউ বলছেন, ‘‘চা খাচ্ছিলাম, তাই মাস্ক খুলেছি।’’ আবার অন্য এক এক ভোটকর্মীর দাবি, ‘‘গরমে আর পারা যাচ্ছে না৷’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:২৭
Share:

নিজস্ব চিত্র।

রাত পোহালেই বাংলায় ষষ্ঠ দফার নির্বাচন। রাজ্যে সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বণ্টন কেন্দ্রে ভোটকর্মীদের ভিড়। আর সেখানেই দেখা গেল, ন্যূনতম কোভিড বিধি মানছেন না তাঁরা।

Advertisement

বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে বিতরণ করা হচ্ছে বনগাঁ উত্তর কেন্দ্রের ভোটগ্রহণের সামগ্রী। ভোটগ্রহণ শেষে বাক্সবন্দি হয়ে এখানেই জমা হবে মহকুমার ৪টি বিধানসভা আসনের ইভিএমগুলি৷ স্বাভাবিক ভাবে তাই বাড়তি তৎপরতা, বাড়তি ভিড় সেখানে।

রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মধ্যেই চরম অসচেতনতার ছবি ধরা পড়ল দীনবন্ধু মহাবিদ্যালয়ে৷ দূরত্ববিধি শিকেয় উঠেছে। অনেকেরই মাস্ক ঝুলছে থুতনিতে। কারও কারও মুখে মাস্কের বালাই নেই।

Advertisement

মাস্ক নেই কেন? এই প্রশ্নের উত্তরে শোনা গেল অদ্ভুত সব অজুহাত। চন্দ্রশেখর হোড় নামের এক ভোটকর্মী বলেন, ‘‘চা খাচ্ছিলাম, তাই মাস্ক নামিয়ে রেখেছি।’’ সঞ্জীব রায় নামের এক কর্মী আবার বলেন, ‘‘এত ভিড়ে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তাই মাস্ক খুলেছি।’’ বিষ্ণুপদ বালা নামে আর এক কর্মীর দাবি, ‘‘প্রচণ্ড গরমে আর পারা যাচ্ছে না৷’’ কিন্তু এ ভাবে মাস্ক খুলে রাখলে তো আক্রাম্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। তার জবাবে অবশ্য কিছু বলেননি ওই কর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement