Mamata Banerjee

Bengal Polls: ‘বর্গীরা নেবে বিদায়, বাংলা নিজের মেয়েকেই চায়’, ভোটের প্রচারে গান বাঁধল তৃণমূল

ভোটের বাজারে এ যাবৎ ব্যাঙ্গধর্মী গান সামনে এনেছে বাম এবং বিজেপি। সেই তুলনায় তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ মৌলিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ২০:৩৩
Share:

মমতাকে সামনে রেখেই প্রচারের গান তৃণমূলের। ছবি: সংগৃহীত।

স্লোগান পাল্টে গেল ছন্দে। ভোটের আগে ‘মমতাময়’ গান বেঁধে ফেলল তৃণমূল। সেটি বাজিয়েই এ বার নির্বাচনী প্রচারে নামবে শাসকদল। তবে কোনও হিন্দি বা ইংরেজি গানের নকল নয়, ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মৌলিক গানই তৈরি করেছে জোড়াফুল শিবির। তাতে বার বার দলের নির্বাচনী স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ উঠে এসেছে।

Advertisement

সোমবার সন্ধ্যায় গানটি প্রকাশ করে তৃণমূল। গানের কথায় বার বার উঠে এসেছে দলনেত্রীর কথা। বলা হয়েছে, ‘বিশ্বাস করি এককথায়/ তাই তো সকলে দিচ্ছি সায়/ যে বোঝে মাটিকে/ যে বোঝে সব/ এই বাংলার যে গৌরব/ বাংলা নিজের মেয়েকেই চায়/ সে থাকলে হবে সম্প্রীতি/ ঐতিহ্য সংস্কৃতি/ তারই পাশে আছে বাংলা/ বর্গীরা নেবে বিদায়/ বাংলা নিজের মেয়েকেই চায়’।

ভোটের বাজারে এ যাবৎ ব্যাঙ্গধর্মী গান সামনে এনেছে বাম এবং বিজেপি। ব্রিগেডের ‘লালমাঠে’ও টুম্পাকে নিয়ে ব্রিগেড যাওয়ার কথা শোনা গিয়েছিল। সম্প্রতি তাতে আবার ‘লুঙ্গি ডান্স’-এর আদলে তৈরি ‘লাল ফেরাও, হাল ফেরাও’ যোগ হয়েছে। সেই তুলনায় তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ মৌলিক। আগামী দিনে মাঠে ময়দানে তৃণমূলের সভায় এই গান শোনা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement