অমিত শাহ। —ফাইল চিত্র।
রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। নীলবাড়ির লড়াইে এ বার নয়া প্রতিশ্রুতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ২০২১-এ বাংলায় বিজেপি-কে জয় যুক্ত করলে, তার এক বছরের মধ্যেই সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিলেন শাহ।
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দলের জনসভায় অংশ নেন শাহ। সেখানেই সুন্দরবন-কে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ‘‘২০১৫, ’১৬ এবং ১৯-এও দিদি বলেছিলেন, সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন। আপনারাই বলুন, আজ পর্যন্ত সুন্দরবন জেলার মর্যাদা পেয়েছে কি? আমি কথা দিচ্ছি, আপনারা শুধু বিজেপি-র মুখ্যমন্ত্রী নিয়ে আসুন। এক বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করার কাজ সম্পূর্ণ করব আমরা।’’
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর শাখা গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন শাহ। তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথা পিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। বাঘ সংরক্ষণে আলাদা ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শাহ বলেন, ‘‘দিদি সুন্দরবনের সঙ্গে অন্যায় করেছেন। আমরা সুন্দরবনকে দেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলব।’’