কৃষ্ণনগর উত্তরের একটি বুথে কৌশানী। —নিজস্ব চিত্র।
তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি কৃষ্ণনগরে। বৃহস্পতিবার সকালে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন কৌশানী। সেখানে তাঁকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন বলে অভিযোগ। যদিও কৌশানী বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকেছিলেন বলে পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৌশানী। বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ চলছে সেখানে। সেই মতো সকাল থেকে বুথ পরিদর্শন করছিলেন কৌশানী। সেখানেই বিজেপি-র একদল কর্মী ও সমর্থক তাঁকে ঘিরে ধরেন বলে জানিয়েছেন অভিনেত্রী। কালীনগরে বুথ সংলগ্ন তৃণমূলের ক্যাম্প অফিসে বিজেপি-র লোকজন ভাঙচুরও চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ভাঙচুরের ঘটনায় সরাসরি বিজেপি নেতা বাপি শীলের নামে অভিযোগ করেছেন কৌশানী। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কাউকে আটকানোর চেষ্টা পর্যন্ত করছে না। উল্টে তৃণমূল কর্মীদের বুথ সংলগ্ন এলাকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা ক্যাম্প অফিসে ভাঙচুর চালিয়েছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি-র তরফে কৌশানীকে টক্কর দিচ্ছেন পোড় খাওয়া রাজনীতিক মুকুল রায়। ২০০১ সালে জগদ্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পর গত দীর্ঘ দু’দশক পর ফের ভোটের ময়দানে নেমেছেন। তবে প্রতিপক্ষকে ‘মাত’ করার ব্যাপারে আত্মবিশ্বাসী কৌশানী। তাঁর বক্তব্য, ‘‘আমি একাই একশো। যত গন্ডগোলই হোক, তৈরি আছি। দিদিকে এই আসনটা উপহার দেবই।’’