Keshpur

Bengal Polls: কেশপুরের গর্গজপোতায় বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ

তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতাদের দাবি, এটা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কেশপুর শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১১:৩৫
Share:

কেশপুরের বিজেপি প্রার্থী প্রীতীশ রঞ্জন কুয়ারের গাড়িতে ভাঙচুরের অভিযোগ। নিজস্ব চিত্র।

সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বিজেপি-র প্রার্থী প্রীতীশরঞ্জন কুয়ারের নির্বাচনী এজেন্ট তন্ময় ঘোষ এবং আরও এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

ঘটনার সূত্রপাত পোলিং এজেন্টকে বুথে বসানোকে কেন্দ্র করে। তন্ময়ের দাবি, গর্গজপোতা প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩ নম্বর বুথে তাঁদের এজেন্টকে বসাতে গিয়েছিলেন। প্রার্থী প্রীতীশের গাড়ি নিয়ে ওই বুথে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, তখনই তাঁদের উপর চড়াও হন তৃণমূলের লোকেরা। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে রড, পিস্তল দিয়ে তাঁদের মারধর করা হয় বলেও তাঁর দাবি। গাড়ি ভাঙচুর করা হয় বলেও জানান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন তন্ময়ের সঙ্গে থাকা মহিলা এজেন্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে কেশপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নেওয়া হয়নি বলেও দাবি বিজেপি-র। তবে, তাদের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় নেতাদের দাবি, এটা বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement