West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: বার বার দল বদলে ‘ইজ্জত’ খোওয়াব না, বলছেন দুলাল

তৃণমূল থেকে বিজেপি, ভায়া কংগ্রেস— রাজনৈতিক ক্যারিয়ারে নিজের এই গতিপথে এ বার নিজেই বিব্রত দুলাল বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৫:১৭
Share:

প্রতীকী ছবি।

তৃণমূল থেকে বিজেপি, ভায়া কংগ্রেস— রাজনৈতিক ক্যারিয়ারে নিজের এই গতিপথে এ বার নিজেই বিব্রত দুলাল বর। ভোটে বিজেপির টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়বেন বলে জানিয়েছিলেন। সেই ঘোষণার দু’দিন পরে নিজেই বললেন, ‘‘বার বার দল পরিবর্তন করে আর ইজ্জত খোয়াতে চাই না!’’ বাগদায় তৃণমূলের টিকিটে জিতে একবার বিধায়ক হয়েছেন দুলাল। পরে যোগ দেন কংগ্রেসে। কংগ্রেসের টিকিটে জিতে দ্বিতীয়বার বিধায়ক হয়েছিলেন। আড়াই বছর আগে যোগ দেন পদ্মশিবিরে। বিজেপির তফসিলি মোর্চার রাজ্য সভাপতি হন। কিন্তু ভোটে টিকিট পাননি। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে দুলাল বলেন, ‘‘ভেবেছিলাম দল প্রার্থী করবে। যে কোনও কারণেই হোক দল আমাকে যোগ্য মনে করেনি। তাই দুঃখ, কষ্ট, হতাশা থেকে গাইঘাটা থেকে দাঁড়ানোর কথা বলেছিলাম।’’ তিনি জানান, বৃহস্পতিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তাঁরা পদ না ছাড়ার অনুরোধ করেছেন। ‘যোগ্য মর্যাদা’ দেওয়া হবে বলেছেন। তবে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূলের এক নেতার কথায়, ‘‘উনি এখন যাওয়ার মতো আর কোনও দল খুঁজে পাচ্ছেন না। না হলে কোনও এক জায়গায় তো ওঁর বেশি দিন মন টেঁকে না!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement