West Bengal Assembly Election 2021

Bengal Election: শীতলখুচি-কাণ্ডের তদন্তকারী অফিসারকে ভবানীভবনে তলব সিআইডি-র সিট-এর

ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ডাকা হতে পারে মাথাভাঙা থানার অফিসার ইনচার্জকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৩:৫৬
Share:

ফাইল চিত্র।

শীতলখুচি-কাণ্ডে এ বার পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা সিআইডি। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল সিআইডি। তদন্তের শুরুতেই মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকে তলব করেছে তারা। ওই অফিসার শীতলখুচি-কাণ্ডের তদন্ত করছিলেন।

Advertisement

শীতলখুচির ঘটনার পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-র হাতে। ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিআইডি। সেই বিশেষ দল মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকে ভবানীভবনে তলব করেছে। এ ছাড়া মাথাভাঙা থানার অফিসার ইনচার্জকেও তলব করা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর।

১০ এপ্রিল ভোট চলাকালীন কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত শীতলখুচিতে ২টি আলাদা বুথে গুলিচালনায় মোট ৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েক জন। শীতলখুচির ১২৬ নম্বর বুধে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর গুলিচালনায় নিহত হন ৪ জন। যা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজ্যনীতিতে। তদন্ত শুরু করে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কমিশনের পাশাপাশি এ নিয়ে রাজ্যের তরফে সমান্তরাল ভাবে তদন্ত করানো হবে। তার পরেই দায়িত্ব ভার দেওয়া হয় সিআইডি-র হাতে।

Advertisement

এর আগে বুধবার বদল করা হয়েছে কোচবিহারের পুলিশ সুপারকে। দেবাশিস ধরের জায়গায় ওই জেলার পুলিশ সুপার করা হয়েছে কে কান্নানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement