নীলবাড়ি কে নেবে? দোসরা মে উত্তর দেবে। আপাতত যুদ্ধ জমজমাট।
লড়াই, দিদিভাই, খেলা, বদলা থেকে শুরু করে ভাইপো, ভূমিপুত্র বিবিধ শব্দের রসায়নে আর চোখা চোখা সব বাক্যবাণে এখন অসি-ঝনঝন ঝঙ্কার। রণহুঙ্কারে পিছিয়ে নেই কোনও পক্ষই।
গোটা প্রচারপর্বে রাগ-অনুরাগ-অভিযোগ-পাল্টা অভিযোগের অভাব নেই। অভাব নেই মজারও। এই সব প্রচারের ক্লিপিংস থেকেই আনন্দবাজার ডিজিটাল খুঁটে নিয়েছে ছোট্ট ছোট্ট কথা। আর সে সব জুড়েই তৈরি হয়ে গেল আস্ত একটা গান। ছিল বক্তৃতা, হয়ে গেল মিউজিক ভিডিয়ো।
পাঠক যে দলেরই সমর্থক হোন, দল আর রাজনীতি ছাপিয়ে এই ভোটগরম বাজারে অন্য এক স্বাদ পাবেনই, সন্দেহ নেই।