Election Commission

ভোটারদের আশ্বস্ত করতে সিউড়িতে বাড়ি বাড়ি ঘুরলেন কমিশনের আধিকারিকেরা

নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কোনও ভয়ভীতি রয়েছে কি না, তা বোঝারও চেষ্টা করেন কমিশনের আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১৭:৪২
Share:

সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আধিকারিকেরা। —নিজস্ব চিত্র।

কেন্দ্রীয় বাহিনীর টহলদারির পর এ বার ময়দানে নেমে পড়লেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। বিধানসভা ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন তাঁরা। সোমবার বীরভূম জেলার সিউড়ি পুরসভা এলাকায় প্রায় প্রতিটি বাড়িতে যান নির্বাচনী আধিকারিকেরা।

Advertisement

কমিশন সূত্রে খবর, সোমবার সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের প্রায় প্রতিটি বাড়িতে গিয়েছেন নির্বাচনী আধিকারিকেরা। ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি ভোটের সময় তাঁদের কোনও সমস্যার মুখে পড়তে হয় কি না, সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন তাঁরা। ভোটের সময় যাতে কোনও রাজনৈতিক দল তাঁদের প্রভাবিত করতে না পারেন, সে দিকেও কড়া নজর রয়েছে বলেও আশ্বস্ত করেছেন আধিকারিকেরা।

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই জেলায় টহলদারি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কোনও ভয়ভীতি রয়েছে কি না, তা বোঝারও চেষ্টা করেন কমিশনের আধিকারিকেরা। সিউড়ি ছাড়াও বীরভূমের অন্যান্য স্পর্শকাতর এলাকা পরিদর্শনে তাঁরা যাবেন বলে জানানো হয়েছে। খয়রাশোল, কাঁকরতলা, মুরারই, নলহাটি, রাজনগর, চন্দ্রপুর-সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকাতেও একই ভাবে ভোটারদের আশ্বস্ত করার কাজ চলবে বলে কমিশন সূত্রে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement