West Bengal Assembly Election 2021

Bengal Election: ডোমকলে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য এলাকায়

পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই বোমাগুলো রেখেছে তা এখন স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৭:২৯
Share:

নিজস্ব চিত্র।

শেষ দফার ভোটে মুর্শিদাবাদে ফের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলে নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা এলাকার লস্করপুরের রমনাপাড়াতে। সূত্রের খবর, ১০৯ নম্বর বুথ থেকে কয়েকশো মিটার দূরত্বে আমবাগান থেকে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে।

পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই বোমাগুলো রেখেছে তা এখন স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলে নিষ্ক্রিয় করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement