এই দোকানে হামলা চালানোর অভিযোগ। —নিজস্ব চিত্র।
ভোট মিটলেও অশান্তি জারি পূর্ব বর্ধমানে। এ বার মেমারিতে চায়ের দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মেমারি থানার চকদিঘি মোড়ে চায়ের দোকান রয়েছে স্থানীয় বাসিন্দা বাসুদেব দে-র। তাঁর অভিযোগ, মঙ্গলবার দোকানের সংস্কার করার সময় তাঁকে বাধা দেন মেমারি পুরসভার কর্মী তথা তৃণমূল কর্মী মলয় ঘোষ সহ আরও কয়েক জন। বাসুদেবের অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁর দোকান ভাঙচুর করেন এবং তাঁকে তাকে মারধরও করা হয়। বাসুদেবের আরও অভিযোগ, ‘‘বিজেপি কর্মীরা আমার দোকানে চা খেতে আসে বলেই এই হামলা চালানো হয়েছে।’’
মলয়ের দাবি, ‘‘মঙ্গলবার সকালে আমরা কয়েক জন বাসুদেব দে-র দোকানে চা খেতে গিয়েছিলাম। সে সময় রাজনৈতিক আলোচনা চলছিল দোকানে। এ সময় আচমকাই বাসুদেব ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ চালান।’’ বাসুদেব বিজেপি করেন বলেও দাবি মলয়ের।
মেমারি পুরসভার সহ-প্রশাসক সুপ্রিয় সামন্ত বলেন, ‘‘বাসুদেব দে পুরসভার অনুমতি না নিয়ে নির্মাণকাজ চালাচ্ছিলেন। তাই ওয়ার্ড কমিটির সদস্য তাঁকে বাধা দিলে তিনি ছুরি নিয়ে হামলা চালান।’’ বিজেপি-র দাবি, নির্বাচনে হার নিশ্চিত জেনে আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তৃণমূল। জোড়াপুল শিবিরের কর্মীরা তোলা আদায় করতে ওই দোকানে গিয়েছিল বলে অভিযোগ বিজেপি-র। এ নিয়ে দু’পক্ষ মেমারি থানায় অভিযোগ করেছে।