Asansol

বার্নপুরে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান ঘিরে ঝামেলা, লাঠিচার্জ পুলিশের

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় সে জন্য আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৮:০০
Share:

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। নিজস্ব চিত্র।

বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সেখানে বসে বৈঠক করছিলেন দলের কর্মী সমর্থকরা। ওই কার্যালয়ের অদূরেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করার কথা ছিল আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের।

Advertisement

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় সে জন্য আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমন আঁচ করে বিজেপি-র কর্মীদের ওই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছিল। পুলিশের দাবি, বিজেপি কর্মীদের সরে যেতে বলা হলেও তাঁরা শোনেননি। উল্টে বচসা শুরু করেন। এর পরই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

আরও অভিযোগ, বিবেকানন্দ সমিতির সদস্যরা এবং বিজেপি-র কর্মীরা সায়নীকে মাল্যদান করতে দিতে রাজি ছিলেন না। সে কারণে মূর্তি যেখানে রয়েছে সেখানে তালা দিয়ে দেন তাঁরা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এর পর তাঁরা বিজেপি-র কার্যালয়ে গিয়ে বসেন। পুলিশ এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার পরই শুরু হয় বচসা। তার পরই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। যদিও পরে সেখানে মাল্যদান করেন সায়নী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement