সংঘর্ষে আহত বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র।
শুভেন্দু অধিকারীর সভার আগেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হল পশ্চিম বর্ধমানের বরাবনি। শুক্রবার দুপুরে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে বিজেপি। হামলায় কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ। তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিজেপি-র তরফে জানানো হয়েছে, বারাবনি থানার গৌরান্ডি এলাকায় গন্ডগোলের সময় তৃণমূল সমর্থকেরা একটি মোটরবাইকে আগুন লাগায় এবং গাড়িতে ভাঙচুর করে। বিজেপি কর্মীদের মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে অশান্তির পরেও শুভেন্দু এবং স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বরাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন গৌরান্ডি হাটতলা এলাকায়। বিজেপির নেতৃত্বের অভিযোগ, নির্বাচনী সভার আগে পরিকল্পনা মাফিক তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি অসিত সিংহ।