গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বাংলায় উন্নয়নের জোয়ার আসবে বিজেপি-র জয়েই। পুরুলিয়ার জনসভার ভিডিয়ো টুইট করে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন, তৃণমূলের ক্যাডারদের তাণ্ডব এ বার শেষ হবে।
মোদীর টুইট, ‘‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে উন্নয়নের এক নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে তৃণমূল ক্যাডাররা যে ভাবে হুমকি দচ্ছে, সে সবও থেমে যাবে। পুরুলিয়ার কিছু দৃশ্য এখানে শেয়ার করলাম।’’
বৃহস্পতিবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছিল তিনি। বলেছিলেন, ‘‘মা-মাটি-মানুষের সরকার পুরুলিয়ার মানুষের উন্নয়নে কাজ করেনি। কৃষকদের দিকে চোখ তুলে তাকায়নি। যার জেরে আজও কৃষকদের অবস্থা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। বাম আমলেও যা অবস্থা ছিল, তৃণমূলের জমানাতেও সেই একই ছবি রয়ে গিয়েছে। কোনও উন্নতি হয়নি। তৃণমূল শুধু নিজের খেলা নিয়েই ব্যস্ত।’’ শুক্রবারের টুইটেও সেই অনুরণন স্পষ্ট।
কটাক্ষের সুরে মোদী বলেছিলেন, “মা-মাটি-মানুষের কথা যিনি বলেন সেই দিদি যদি দলিত, গরিব পিছিয়ে পড়া শ্রেণির প্রতি সত্যি মমতা থাকত, তা হলে এই দিন দেখতে হত না।’’ মমতার সরকারকে ‘নির্মম সরকার’ সরকার বলেও আক্রমণ করেছিলেন মোদী। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এ বার বাঙালি রুখে দাঁড়াবে বলেও পুরুলিয়ার জনসভা থেকে হুঙ্কার দেন তিনি। বলেন, “দেবী দুর্গার আশীর্বাদে এ বার তোমাকে (মমতা) পরাস্ত করবে বাংলার মানুষ।”
তৃণমূলের দিন যে শেষ হয়ে এসেছে। আর এ বিষয়টা দিদি ভাল করেই বুঝে গিয়েছেন বলেও কটাক্ষ করেন মোদী। বলেছিলেন, “আর সে কারণেই ‘খেলা হবে’, ‘খেলা হবে’ বলছেন দিদি।” মোদী আরও বলেন, “বাংলার ভাই-বোনেদের নিয়ে অনেক খেলেছেন। এ বার সেই খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে বাংলায়।” শুক্রবার টুইট করেও সে কথা স্মরণ করলেন মোদী।
এ বারের নির্বাচনে বিজেপি-র ‘আসল পরিবর্তন’-এর মন্ত্র নিয়ে লড়াইয়ে নেমেছে। সোনার বাংলা গড়ার ডাক দিয়েছে। পুরুলিয়ার জনসভা থেকে সেই আসল পরিবর্তনের ডাক দিয়েছেন মোদী। আর সেই ‘আসল পরিবর্তন’ যে উন্নয়নের নিরিখেই হবে, পুরুলিয়ার জনসভা থেকে সেই বার্তাও দিয়েছেন তিনি।