West Bengal Assembly Election 2021

Bengal Polls: বিজেপি-কে ভোট দিলে সুযোগসুবিধা বাতিল,  চাঁচলে ভয় দেখানোর অভিযোগ ওড়াল তৃণমূল

তৃণমূল অভিযোগ উড়িয়ে জানিয়েছে, ভোটের আগে নজর কাড়তেই এসব মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ২৩:৪৪
Share:

—প্রতীকী ছবি।

বিজেপি-কে ভোট দিলে সরকারি সুযোগসুবিধা কেড়ে নেওয়া হবে— মালদহের চাঁচলে ভোটারদের এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি-র দাবি, স্থানীয় বাসিন্দারাই চাঁচলের বিজেপি প্রার্থীর কাছে এই অভিযোগ জানিয়েছেন। যদিও তৃণমূল অভিযোগ উড়িয়ে জানিয়েছে, ভোটের আগে নজর কাড়তেই এ সব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

Advertisement

চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বুধবার ভোটের প্রচারে গিয়েছিলেন তাঁর বিধানসভা এলাকায়। তিনি জানিয়েছেন, বরুইয়ের কালীতলায় প্রচারে যেতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন। তাঁরা বলেন, তৃণমূল শাসিয়ে গিয়েছে, ভোট দিলে আবাস যোজনার তালিকা থেকে তাঁদের নাম কেটে দেওয়া হবে। এমনকি পঞ্চায়েত থেকে যেসব সরকারিসুযোগ সুবিধা পাওয়া যায়, তা-ও পাওয়া যাবে না। দীপঙ্করের দাবি, এলাকার মহিলারাও তৃণমূলের হুমকিতে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তাঁকে।

যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী। বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে তিনি বলেন, ‘‘মানুষের নজর কাড়তে এসব মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।’’

Advertisement

তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র পতাকা, ফেস্টুন লাগাতে বাধা দেওয়ার অভিযোগও এনেছে গেরুয়া শিবির। দীপঙ্কর জানান, প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছেই এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। রাতের অন্ধকারে বিজেপি-র পতাকা খুলে ফেলা হচ্ছে, এমনকি বিজেপি কর্মীদের দলীয় পতাকা লাগাতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন দীপঙ্কর। তাঁর কথায়, ‘‘তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সরাসরি মানুষকে হুমকি দিচ্ছেন। বলছেন যে, বিজেপি-কে ভোট দিলে তাদের কোনও সুযোগ সুবিধা দেওয়া হবে না। আবার কোথাও পতাকা খুলে ফেলা হচ্ছে। নানারকমভাবে বিজেপি-কে আটকানোর চেষ্টা চলছে। আসলে এটাই এখন ওদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ওরা বুঝতে পেরেছে যে, ওদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। সেটা বুঝেই এখন ওরা এভাবে মানুষকে বাধা দিচ্ছে। এটাই ওদের শেষ খেলা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement