ফাইল চিত্র।
নন্দীগ্রামে ভোটে অশান্তির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে।
বৃহস্পতিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়ালে বিজেপির বিরুদ্ধে ক্রমাগত ভোটদানে বাধার অভিযোগ আসতে থাকায় বেলা দেড়টার পরে সেখানে সরেজমিন উপস্থিত হন মমতা। সেখানে তৃণমূল এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগও ছিল।
সেখানে হুইলচেয়ার নিয়ে পৌঁছে যান মমতা। পরে তিনি বলেন, ‘‘চূড়ান্ত অসভ্যতা হয়েছে নন্দীগ্রামে। তবে নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে চিন্তিত।’’ তাঁর অভিযোগ, ‘‘বিহার, উত্তরপ্রদেশের গুন্ডারা এসে ঝামেলা পাকাচ্ছে। অমিত শাহের উস্কানিতে বহিরাগতদের এনে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। যারা ঝামেলা করছে এক জনও বাংলা জানে না। হিন্দি বলছে।’’
এর পরেই মমতার মন্তব্য, ‘‘ক্ষমা চেয়ে নিয়ে বলছি, নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক নয়। এত কিছুর পরেও কমিশন নীরব।’’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আগামী পর্বের ভোটে যেন এমনটা না হয়, কমিশন তা নিশ্চিত করুক।’’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবশ্য মমতার কোনও বক্তব্য নেই। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীর উপর আমার কোনও রাগ নেই। সবই হচ্ছে শাহের উস্কানিতে।’’ নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে যুক্ত তৃণমূল নেতা আবদুল সামাদের বাড়িতেও হামলা হয়েছে বলে অভিযোগ মমতার। মমতা বলেন, ‘‘যাঁরা আদালতের নির্দেশে স্বস্তিতে রয়েছেন সেই তাহের, সামাদদের বাড়িতেও রাত থেকে হামলা হয়েছে। ভোটে চিটিংবাজি হয়েছে এখানে।’’
কমিশনের বিরুদ্ধে সরাসরি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘আগে স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছি। এ দিন নির্দিষ্ট করে অভিযোগ দিয়েছি। কমিশন কোনও ক্ষেত্রেই কোনও পদক্ষেপ করেনি।’’