থার্মাল গানে পরীক্ষা ভোটারদের। নিজস্ব চিত্র।
প্রায় বন্ধের আবহে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটল হলদিয়া শিল্পাঞ্চলে। রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা না গেলেও সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বুথের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করতে দেয়নি প্রশাসন। শিল্প শহরের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। মহিষাদল এবং হলদিয়া এই দুই বিধানসভাতেই ভোট মিটেছে মোটামুটি শান্তিতেই। কিছু ঝামেলা ছাড়া বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিভিন্ন বুথে ঘুরে ভোটারদের লাইন দিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। হলদিয়ার নাট্যকর্মী কুণাল নন্দ গত লোকসভায় নিজের ভোট দিতে পারেননি। এ দিন বলেন, ‘‘এ বার নিজের ভোট দিতে পেরেছি।’’ ভোট গ্রহণের শেষ হলদিয়ার তৃণমূল প্রার্থী স্বপন নস্কর বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী কিছু কিছু এলাকায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তবে ভোট শান্তিপূর্ণ হয়েছে। জেতার ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।’’ মহিষাদল বিধানসভার তৃণমূল প্রার্থী তিলক কুমার চক্রবর্তী বলেন, ‘‘কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অসহযোগিতা করেছে। তবে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে।’’
নন্দকুমার,পাঁশকুড়া পূর্ব এবং পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকাতেও ভোটপর্ব শান্তিতেই মিটেছে। শাসক-বিরোধী কোনও দলই কারও বিরুদ্ধে বড় কোনও অভিযোগ করেনি। ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোটা দিন নন্দকুমার এলাকা কার্যত নিরুত্তাপ ছিল। নন্দকুমার বিধানসভার তৃণমূল প্রার্থী সুকুমার দে বলেন, ‘‘ভোট ভাল হয়েছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’’ এলাকার বিজেপি প্রার্থী নীলাঞ্জন অধিকারী বলেন, ‘‘মানুষ ভোট দিতে পেরেছে। এই কেন্দ্রে তৃণমূল হারবে।’’
পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকা বরাবরই শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এবারও তার অন্যথা হয়নি। ভোটের সারাদিন কোনও গোলমালের খবর মেলেনি এখানে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার ৪, ১৪, ১৫ এবং ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মাইশোরা পঞ্চায়েতের মাংলই গ্রামে রহিমা বিবি নামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
পাঁশকুড়া পশ্চিমের বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি বলেন, ‘‘তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিয়েছে। তবুও মানুষ যে ভাবে ভোট দিয়েছেন তাতে আমি জয়ের ব্যাপারে নিশ্চিত।’’ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র বলেন, ‘‘ভোট ভাল হয়েছে। মানুষ ফিরোজা বিবিকেই আবার বিধায়ক নির্বাচিত করবে।’’
তথ্য ও ছবি: আরিফ ইকবাল খান