প্রচারে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। নিজস্ব চিত্র।
বিজেপি প্রার্থী প্রচারে যাওয়ার আগেই গ্রামবাসীদের একাংশ টাঙিয়ে রাখলেন জুতো-ঝাঁটা। বীরভূমের লাভপুর বিধানসভার পারুই পঞ্চায়েতের এই ঘটনায় ওই গ্রামে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপি-র অভিযোগ, তৃণমূলকর্মীরা ওই ‘কাণ্ড’ ঘটিয়েছেন। তৃণমূল যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারুই পঞ্চায়েতের সোমডাঙার দাসপাড়ায় বৃহস্পতিবার প্রচারে বেরিয়েছিলেন লাভপুর বিধানসভার প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। তার আগেই গ্রামে জুতো এবং ঝাঁটার মালা টাঙিয়ে রাখা হয়। বিজেপি-র অভিযোগ, তৃণমূলের লোকজন প্রার্থীর প্রচার পথে রাস্তার এপার-ওপার দড়ি দিয়ে জুতো এবং ঝাঁটা ঝুলিয়ে দেন। যাতে গ্রামে এসে সেই দৃশ্য দেখতে পান বিজেপি প্রার্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি-র একাংশ এ কাজ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।