West Bengal Assembly Election 2021

Bengal Polls 2021: সভায় পৌঁছতে না পেরে টুইটে ক্ষমাপ্রার্থনা দেবের

গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী নেপাল ঘোরুইয়ের সমর্থনে কাঁকসায় দেবের সভার কথা অনেক আগে থেকেই প্রচার করছিল তৃণমূল। সোশ্যাল মিডিয়াতেও প্রচার চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

পূর্বস্থলী ও কাঁকসা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ০৭:০১
Share:

তখনও অপেক্ষায়। নিজস্ব চিত্র।

হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগের কারণে রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী (উত্তর), বর্ধমান (উত্তর) এবং গলসিতে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের সভা বাতিল হল। এর জন্য টুইট করে দলীয় কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে ক্ষমা চেয়ে নেন অভিনেতা।

Advertisement

টুইটে দেব জানিয়েছেন, হেলিকপ্টারে যাত্রিক ত্রুটির কারণে তিনি বর্ধমান যেতে পারেননি। সড়কপথে গেলে সময়ে পৌঁছতে পারা যেত না। দেব লিখেছেন, ‘যাঁরা আমার বক্তব্য শোনার জন্য আগে থেকে উপস্থিত হয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। এই ঘটনার জন্য আমার সেই দলীয় কর্মী ও প্রার্থীদের কোনও দোষ নেই। আমি সকলের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে একই জায়গায়।’

দেবের প্রথম সভা ছিল পূর্বস্থলী (উত্তর) কেন্দ্রের ছাতনি এলাকায়। প্রচার হয়েছিল সকাল ১০টা নাগাদ সেখানে পৌঁছবেন অভিনেতা। সাড়ে ৯টা থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে। প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষার পরে শাসক দলের তরফে জানানো হয় আসতে পারছেন না সাংসদ। তেলিনপাড়ার বাসিন্দা শ্রীময়ী শর্মার আক্ষেপ, ‘‘অভিনেতাকে দেখতে প্রায় আড়াই ঘণ্টা রোদ মাথায় নিয়ে অপেক্ষা করেছিলাম। উনি আসবেন না শুনে মনটা খারাপ হয়ে গেল। পূর্বস্থলী (উত্তর) কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায় বলেন, ‘‘সব প্রস্তুতি নেওয়া হয়েছিল।’’

Advertisement

গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী নেপাল ঘোরুইয়ের সমর্থনে কাঁকসায় দেবের সভার কথা অনেক আগে থেকেই প্রচার করছিল তৃণমূল। সোশ্যাল মিডিয়াতেও প্রচার চলে। রামকৃষ্ণ সঙ্ঘের মাঠে মাঠের একপাশে বড় মঞ্চ বাঁধা হয়েছিল। পুরো মাঠটিকে ঘিরে ফেলা হয়েছিল। মহিলা ও পুরুষদের বসার পৃথক জায়গাও হয়। মাঠের অদূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।

অভিনেতাকে দেখার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। দুপুরে বহু মানুষ ভিড় করেন সভাস্থলে। সভা বাতিলের কথা শুনে ব্যাজার মুখে ঘরে ফেরেন তাঁরা। অনিল মণ্ডল ও তন্ময় দাসের মতো অনেকেই বলেন, ‘‘দেবকে আমরা সিনেমাতেই দেখেছি। ভেবেছিলাম, এ বার তাঁকে খুব কাছ থেকে দেখব। কিন্তু, আশাপূরণ হল না।’’ তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন, ‘‘দেবের হেলিকপ্টারে যান্ত্রিক বিভ্রাটের জন্য সভা বাতিল করতে হয়েছে। পরে ফের সভা করা হবে বলে তিনি জানিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement