প্রতীকী ছবি।
করোনায় আক্রান্ত হলেন বিধানসভা নির্বাচনের জন্য এ রাজ্যে আসা ২ পর্যবেক্ষক। বৃহস্পতিবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক নাগার্জুন এমের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর উত্তর, চাপড়া কালীগঞ্জ এবং নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের এক্সপেন্ডিচার অবজারভার নাকিদি সুরঞ্জন কুমারও করোনায় আক্রান্ত হয়েছেন।
দু’জন পর্যবেক্ষক আক্রান্ত হওয়ায় খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে নদিয়া জেলা প্রশাসন। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার সাধারণ পর্যবেক্ষকের পরিবর্তে অন্য আর এক জন জেনারেল অবজারভার আসবেন বলে প্রশাসন সূত্রে খবর।
জেলা প্রশাসন জানিয়েছে, গত ৬ এপ্রিল আক্রান্ত পর্যবেক্ষকেরা জেলাশাসক পার্থ ঘোষ-সহ নির্বাচনের কাজে যুক্ত নদিয়ার অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি সভা করেছিলেন। এ ছাড়া, সার্কিট হাউসে থাকাকালীন নির্বাচনের কাজে আসা বেশ কয়েকজন কর্মীও ওই আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। জেলাশাসক বলেন, ‘‘পর্যবেক্ষকদের সংস্পর্শে আসা প্রত্যেককেই চিহ্নিত করে তাঁদের করোনা পরীক্ষা করানো হবে।’’ তবে, স্বাভাবিক ভাবেই এই ২ পর্যবেক্ষকের করোনা রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগে জেলা প্রশাসন।