ভ্যানে মৃত তৃণমূল সমর্থকের দেহ। নিজস্ব চিত্র।
ভোটের ফল প্রকাশ হতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট বিধানসভা কেন্দ্রের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সমর্থক এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মগরাহাট পশ্চিম বিধানসভার উস্তি থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। নিহত তৃণমূল কর্মীর নাম সৌরভ বর (২২)। যদিও ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিজয়ী প্রার্থী গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে বলেছেন, ‘‘এর সঙ্গে রাজনীতির যোগ নেই।’’
স্থানীয় সূত্রে খবর, ওই বিধানসভা কেন্দ্রে জয়ের পর সোমবার সন্ধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ উৎসবের মেজাজে জড়ো হয়েছিলেন ওই এলাকায়। তখনই বিবাদে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। বিবাদ চলাকালীন আচমকা সৌরভকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সরাসরি তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে নিহতের পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ। তবে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ শাসকদলের বিধায়ক। মগরাহাট পশ্চিম বিধানসভার বিজয়ী তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা বলেছেন, ‘‘ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই।’’