COVID 19

করোনা আক্রান্ত তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি, ভর্তি হলেন শহরের হাসপাতালে

করোনায় আক্রান্ত হলেন ভগবানগোলার তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি। বৃহস্পতিবার পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁর আক্রান্ত হওয়ার খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৭:৪০
Share:

করোনায় আক্রান্ত তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি। ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হলেন ভগবানগোলার তৃণমূল প্রার্থী ইদ্রিশ আলি। বৃহস্পতিবার পরিবার সূত্রে জানানো হয়েছে, তাঁর আক্রান্ত হওয়ার খবর। সোমবার ভগবানগোলায় ইদ্রিশ ভোটের যাবতীয় কাজকর্ম সেরে মঙ্গলবার কলকাতায় রিপন লেনের বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে অসুস্থবোধ করতে থাকেন। গায়ে হাত-পায়ের সঙ্গে গলায় ব্যথা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার রাত ২টোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, বুধবার তাঁর কোভিড পরীক্ষা হয়। সেখানেই তাঁর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। শুক্রবার তৃণমূল নেত্রী নিজের বাসভবন থেকেই ভার্চুয়ালি বৈঠক করবেন প্রার্থীদের সঙ্গে। সেই বৈঠকে ইদ্রিশ যোগ না দিতে পারলেও, যোগ দেবেন তাঁর নির্বাচনী এজেন্ট রায়েত হোসেন সরকার।

Advertisement


বর্তমানে তিনি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক। এ বারের নির্বাচনে তাঁকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম দফায় তাঁর ভোট শেষ করে বাড়ি ফিরেই করোনায় আক্রান্ত হয়েছেন বসিরহাটের এই প্রাক্তন সাংসদ। প্রসঙ্গত, গত রবিবার করোনায় আক্রান্ত হয়েই বেলেঘাটা আইডি হাসপাতালে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। করোনা পজেটিভ হয়ে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। অষ্টম দফায় বৃহস্পতিবার তাঁর কেন্দ্রে ভোট হলেও, বাড়িতেই বসে থাকতে হচ্ছে শশীকে। বুধবার রাতেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্তর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement