West Bengal Assembly Election 2021

Bengal Polls: গোঘাটে নিহত তৃণমূল বুথ সভাপতি, ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

সুনীলের ছেলে বিকাশ রায় বলেন, ‘‘বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার ওঁকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিজেপি-র তরফে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৬:৫৫
Share:

গোঘাটে নিহত তৃণমূল বুথ সভাপতি।

ভোট দিয়ে ফেরার সময় নিহত এক তৃণমূল নেতা। নিহত ব্যক্তির নাম সুনীল রায় (৭২)। গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন তিনি। বিজেপি কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

Advertisement

তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপি-র কর্মীরা তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন। এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা। এর জেরে মৃত্যু হয় তাঁর।

সুনীলের বাড়ি গোঘাটের ফলুই এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন গোঘাটের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

গোঘাটের হাটপুকুরে তৃণমূল কর্মী বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, ‘‘বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার ওঁকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে।’’ মঙ্গলবার ফলুই-এর একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। বিকাশের অভিযোগ, বাবা ভোট দিয়ে ফেরার সময় তাঁকে ঠেলে ফেলে দেয় বিজেপি-র কর্মীরা।

গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, ‘‘নব্য বিজেপি যাঁরা সিপিএম ছেড়ে বিজেপি-তে গিয়েছেন, তাঁরাই এই কাজ করেছেন।’’

অন্য দিকে, গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক বলেন, ‘‘একজন বয়স্ক মানুষ হার্টফেল করে মারা গিয়েছেন, তাঁকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement