গোলমাল: অশান্তির খবর পেয়ে পথে এলাকাবাসী। রবিবার ফুলবাড়ির পোড়াঝাড়ে। নিজস্ব চিত্র।
ভোট পরবর্তী অশান্তি। শনিবার রাত থেকে ব্যাপক উত্তেজনা ছড়াল ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার পোড়াঝাড় এলাকায়। বিজেপি-তৃণমূল দুই শিবিরের তরফে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। রবিবার সকালে এলাকায় যান বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তার পর এলাকায় আরও উত্তেজনা শুরু হয়। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে আসা কর্মীরা ভোটের ফল বেরনোর পর ‘দেখে নেওয়া’র হুমকি দেয়। এর পরই এলাকায় যান তৃণমূলের প্রার্থী ও বিদায়ী মন্ত্রী গৌতম দেব। তৃণমূল-বিজেপি দুই পক্ষের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
বিজেপির অভিযোগ, ভোট শেষ হওয়ার পর শনিবার রাতে তাদের দুই কর্মীর উপর হামলা চালায় তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের এক যুব নেতার বাড়িতে গিয়ে বিজেপির কর্মীরা গালিগালাজ করে। পরে হামলা চালায়। রবিবার সকালে কর্মীদের সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন শিখা। সঙ্গে বেশ কয়েকটি গাড়িতে তাঁর দলের কর্মীরা ছিলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় একজন মারা যাওয়ায় সবাই শ্মশানে গিয়েছিলেন। সেই সময় প্রার্থীর সঙ্গে কর্মীরা আসে। তৃণমূলের বুথ অফিস ভাঙচুর করে। মহিলাদের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দু’পক্ষ লাঠি, বাঁশ, পাথর নিয়ে সংঘর্ষের জন্য তৈরি হয়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দা ঝুমা মণ্ডল নামে এক মহিলার কথায়, ‘‘হঠাৎ করে এ ভাবে এসে আমাদের হুমকি দেওয়া হল কেন কিছু বুঝতে পারলাম না। আমরা কোনও দল করি না। কিন্তু এ ভাবে বহিরাগতদের নিয়ে এসে হুমকি দিলে পরে পালটা আমরাও রাস্তায় নামব।’’ ঘটনার পরেই সেখানে যান গৌতম। তিনি বলেন, ‘‘এর আগেও এখানে বিজেপি হামলা চালিয়েছে। শনিবার রাতে আমাদের এক যুব নেতার উপর হামলা করেছে। আজ শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গাড়িতে করে লোক এসে বুথ অফিস ভাঙচুর করেছে। এই গেরুয়া সন্ত্রাসকে প্রতিহত করতে আমরা জানি।
পুলিশ কমিশনারকে জানিয়েছি গোটা ঘটনা।’’
অন্যদিকে, এ দিন ঘটনাস্থল থেকে বেরিয়ে এনজেপি থানায় হাজির হন শিখা চট্টোপাধ্যায়। তাঁর কথা, ‘‘রাতে তৃণমূলের বেশ কয়েকজন আমাদের এক মহিলা কর্মীর উপর হামলা চালায়। সকালে আমি যখন ঘটনাস্থলে যাই, তখন সব শান্ত ছিল। হঠাৎ এক পুলিশ কর্মী সেখানে যান। তার পর দেখি, সবাই বাঁশ, লাঠি নিয়ে বেরিয়ে আসে। এর পর আমি এলাকা থেকে চলে আসি। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।