তৃণমূলের দফতরে ভাঙচুর। নিজস্ব চিত্র
ভোট চলাকালীন কাঁচরাপাড়ায় সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপি সমর্থকরা। জোড়াফুল শিবিরের অভিযোগ, তাঁদের দলীয় দফতরে ভাঙচুর চালিয়েছে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনী। যদিও গেরুয়া শিবিরের নেতারা সেই অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের নিচু বাসা সংলগ্ন এলাকায় তৃণমূলের দফতরে বিজেপি ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওই কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র চাপানউতর। বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের দাবি, তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদে ভাঙচুর চালান বলে দাবি মুকুল-পুত্রের। ওই ঘটনায় হাবড়া বিধানসভার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা দাবি করেছেন, শুভ্রাংশু রায় হেরে যাবেন, তাই এমন হামলা চালিয়েছে বিজেপি।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকার পরিস্থিতি এখন থমথমে।