West Bengal Assembly Election 2021

Bengal Polls: ভোটের আগে সাগরদিঘিতে ধৃত দুষ্কৃতী, উদ্ধার পাইপগান, গুলি

সাগরদিঘি থানা জানিয়েছে, গোপন সূত্রে খবর রবিবার বিকেলের দিকে পেয়ে সাগরদিঘির মিল্কি এলাকা থেকে পুলিশ  আটক করে সুরাজকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৭:১৪
Share:

ভোটের আগে মুর্শিদাবাদের সাগরদিঘি থানায় পুলিশের সক্রিয় ভূমিকায় আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল এক দুষ্কৃতী। পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যাক্তির নাম সুরাজ শেখ (২৫)। তার বাড়ি বহরমপুরের নিয়াল্লিশপাড়ার মুন্ডায়পাড়া এলাকায়।

Advertisement

সাগরদিঘি থানা জানিয়েছে, গোপন সূত্রে খবর রবিবার বিকেলের দিকে পেয়ে সাগরদিঘির মিল্কি এলাকা থেকে পুলিশ আটক করে সুরাজকে। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র হাত বদলের জন্য সাগরদিঘি এলাকায় এসেছিল সে। ধৃত ব্যাক্তির কাছ থেকে ৩টি দেশি পাইপগান এবং ৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

সুরজ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কি না, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। ধৃত ব্যাক্তিকে সোমবার জঙ্গিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠান। নির্বাচনের আগে সাগরদিঘিতে আগ্নেয়াস্ত্র কি কারণে আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ভোটগ্রহণ হবে সাগরদিঘিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement