জনসভায় নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।
সোমবার রাজ্যে এসে বর্ধমানের তালিতের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলায় ৪ দফাতেই বিজেপি-র আসনের সেঞ্চুরি হয়ে গিয়েছে। দিদি হেরে গিয়েছেন। তফসিলি জাতির মানুষদের তৃণমূল অপমান করেছে বলেও অভিযোগ করেন মোদী।
কী বললেন প্রধানমন্ত্রী, দেখে নিন।
• পুরো দেশ জুড়ে উন্নয়ন চলছে। বাংলাতেও সব রকমের উন্নয়ন হবে। তার জন্য বিজেপি-কে ক্ষমতায় আনতে হবে। বাংলার মানুষের উপর আমার ভরসা আছে। বাংলার মানুষের আশীর্বাদ আমরা পাবই।
• দিদির উপর আপনারা ভরসা করেছিলেন। কিন্তু দিদি আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
• দিদি আমার সঙ্গে শত্রুতা ঠিক আছে, কৃষকদের সঙ্গে শত্রুতা কেন? পিএম কিষাণ নিধি প্রকল্পের টাকা পেতে দেননি দিদি। আমরা ক্ষমতায় এলে প্রথম মন্ত্রীসভার বৈঠকেই এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সব কৃষককে ১৮ হাজার করে টাকা দেওয়া হবে।
• বাংলায় এতদিন তোলাবাজি ও লুঠ চলত। দিদির দলের নেতারা সম্পত্তি বাড়িয়েছে। আমরা এলে তোলাবাজ মুক্ত বাংলা গড়ে তুলব।
• সোমা মজুমদারের ছবি এখনও চোখে ভাসছে। বিহারের এক পুলিশ আধিকারিককে বাংলায় পিটিয়ে মেরে ফেলা হল। ছেলের মৃতদেহ দেখে মা মারা গেলেন। এই মায়েদের আপনি দেখতে পান না দিদি। আপনি যে এত কঠোর তা বাংলার মায়েরা জানতেন না।
• তৃণমূল সরকার শুধু দুর্নীতি করেছে। ওরা চায়, বিভক্ত করো আর রাজ করো। বিজেপি চায়, যুক্ত করো আর সেবা করো।
• আমরা ক্ষমতায় এলে কেন্দ্রের সব প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন।
• বাংলার মানুষ হিংসা নয়, বিকাশ চায়। নারীর সুরক্ষা, নারীর বিকাশ, শিক্ষা, চাকরি চায়।
• মা-মাটি-মানুষ ছেড়ে এখন শুধু মোদী-মোদী করছেন দিদি।
• দিদি কেন্দ্রীয় বাহিনীকে গালাগাল করবেন না। যত ইচ্ছা আমাকে গালাগাল করুন। কিন্তু বাংলার ঐতিহ্য নষ্ট করবেন না।
• রামমোহন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, হরিচাঁদ ঠাকুরের বাংলায় দিদির কাছের নেতা তফসিলি জাতির মানুষদের অপমান করছেন। দলিতদের ভিখারি বলছেন। দিদি সেই বিষয়ে কিছু বলেননি। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আপনি এটা ঠিক করেননি দিদি। এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস, সিপিএম মুখ খোলেনি।
• দিদির পুরো দলকে মাঠছাড়া করেছে বাংলার মানুষ। দিদি চেয়েছিলেন ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে। কিন্তু সেই খেলা আপনারা ধরে ফেলেছেন।
• যেভাবে কংগ্রেস ও সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর আর ফেরেনি, সে রকম দিদিও আর ফিরবে না।
• দিদি আপনাদের সঙ্গে খেলার কথা বলেছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে দিদি ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন।
• ৪ দফাতেই বিজেপি-র আসনের সেঞ্চুরি হয়ে গিয়েছে। দিদি হেরে গিয়েছেন। তাই দিদির রাগ ও হতাশা বাড়ছে।
• মহাবীরের এই পবিত্র ভূমিকে প্রণাম জানাই। বর্ধমানে চালের সঙ্গে মিহিদানা বিখ্যাত। তাও দিদির মুখ থেকে মিষ্টি কথা বের হচ্ছে না।
• ভারত মাতা কী জয়। হর হর মহাদেব।