কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বিক্ষুব্ধ বিজেপি নেতারা। —নিজস্ব চিত্র
প্রার্থী নিয়ে ক্ষোভ এ বার বিজেপি-তেও। প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কুড়মি সমন্বয় মঞ্চের প্রার্থীকে সমর্থন করলেন শালবনির বিজেপি নেতা-কর্মীদের একাংশ। ‘বিক্ষুব্ধ’ ওই নেতা-কর্মীদের বক্তব্য, শালবনির প্রার্থীকে পছন্দ নয় এলাকার মানুষের। যদিও বিজেপি জেলা নেতৃত্ব এই ধরননে কোনও ঘটনার কথা অস্বীকার করেছেন।
শনিবার বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। শালবনিতে রাজীব কুণ্ডুকে টিকিট দিয়েছেন দলীয় নেতৃত্ব। কিন্তু তার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ বাড়ছিল। শনিবার নারায়ণগড়ে প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছিলেন একাংশ নেতা-কর্মী। এর পর রবিবার দুপুরে শালবনী এলাকায় কুড়মি সমন্বয় মঞ্চের নেতাদের সাথে আলোচনায় বসেন কয়েকজন বিজেপি নেতা।
বৈঠক শেষে তাঁরা জানিয়ে দেন, কুড়মি প্রার্থীকে সমর্থন করবেন তাঁরা। বিজেপি নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলার ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক পশুপতি দেবসিংহ জানান, ‘‘এলাকার সাধারণ মানুষ বিজেপির ঘোষিত প্রার্থীর পক্ষে নেই। তাই আমরা কুড়মি সমন্বয় মঞ্চকে সমর্থন করছি।’’ যদিও বিজেপি-র জেলা সভাপতি শমিতকুমার দাশ বলেন, ‘‘এমন ধরনের কোনও ঘটনার খবর নেই। পর্যালোচনার পর দল প্রার্থী তালিকা ঘোষণা করেছে।’’
অন্য দিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘অনেক জায়গায় ওদের প্রার্থী পছন্দ হয়নি বলে শোনা যাচ্ছে। দল ভাঙিয়ে প্রার্থী করেছে অনেক জায়গায়। বিজেপি পরাজিত হয়ে গিয়েছে বুঝতে পেরেছে।’’