WB Assemble Election 2021

কোভিডে আক্রান্ত ইংলিশবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

নিজেই টুইটে জানিয়েছেন পরীক্ষায় তাঁর কোভিড পজিটিভ হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১১:৫৩
Share:

গ্রাফিক- নিরূপম পাল।

বাবুল সুপ্রিয়, মদন মিত্রের মতো বেশ কয়েক জন নেতার পর এ বার মালদহের ইংলিশবাজার বিধানসভা আসনের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী কোভিডে আক্রান্ত হলেন। তিনি নিজেই টুইটে জানিয়েছেন পরীক্ষায় তাঁর কোভিড পজিটিভ হওয়ার কথা। ‘নির্ভয়া দিদি’ নামে তিনি অনেকের কাছে পরিচিত।

Advertisement

আক্রান্ত হওয়ার পরই তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করানো হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে।

বুধবার একটি টুইটে শ্রীরূপা লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ হয়েছি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছি। আগের চেয়ে এখন কিছুটা সুস্থ বোধ করছি’।

Advertisement

দ্রুত আরোগ্য কামনা করে তাঁর দেশ, বিদেশের বন্ধু ও অনুগামীদের প্রার্থনা, শুভেচ্ছার জন্য টুইটে শ্রীরূপা ধন্যবাদও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement