প্রতীকী ছবি।
নির্বাচনী প্রচার সংক্রান্ত নিয়মে ‘দ্বিচারিতা’র অভিযোগে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল সিপিএম। রাজ্যে আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট। সেই পর্বের প্রচার ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে বন্ধ করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রচার বন্ধ রাখার মেয়াদ (সাইলেন্স পিরিয়ড) অন্য সময় থাকে ৪৮ ঘণ্টার। সিপিএমের প্রশ্ন, বাকি সকলের জন্য প্রচার ৭২ ঘণ্টা আগে বন্ধ করে দিয়ে ভোটের দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা সর্বত্র সম্প্রচার করতে দেওয়া হচ্ছে কী ভাবে? ভোটের দিন তাঁদের বক্তৃতা তো ভোটগ্রহণের এলাকায় মানুষকে প্রভাবিত করতে পারে, কোথাও প্ররোচনাও ছড়াতে পারে। ভোটের দিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার বন্ধ করার দাবিতে একাধিক বার কমিশনে দরবার করেছে বামেরা। সিপিএমের পলিটবুরো সদস্য মহম্মদ সেলিম রবিবার আলিমুদ্দিনে এই প্রসঙ্গে বলেছেন, ‘‘উত্তেজনা কমানোর জন্য এক দিকে ‘সাইলেন্স পিরিয়ড’ বাড়ানো হচ্ছে। আবার ভোটের দিন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যা সভা করছেন, তার সম্প্রচার বন্ধ করা হচ্ছে না। দু’টো নিয়ম তো একসঙ্গে চলতে পারে না! কমিশনের কাছে আমরা বারবার দাবি জানাচ্ছি সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভূমিকা নেওয়ার।’’