Congress

Bengal Polls: কংগ্রেসের ঘরে ক্ষোভ, প্রার্থী বদল চেয়ে সর্বত্রই বিক্ষোভ, ভাঙচুরও

রতুয়ার পর মোথাবাড়ি আসনেও প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে জেলা কংগ্রেস নেতৃত্ব চরম অস্বস্তিতে।

Advertisement

জয়ন্ত সেন 

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ০৬:২১
Share:

ক্ষোভ: প্রার্থী বদলের দাবিতে কালিয়াচকে দফতর ভাঙচুর করলেন ক্ষুব্ধ কংগ্রেস কর্মী। মঙ্গলবার। নিজস্ব চিত্র।

রতুয়ার পর মোথাবাড়ি।

Advertisement

রতুয়ার মতো মোথাবাড়ি আসনেও কংগ্রেস প্রার্থী বদলের দাবিতে মঙ্গলবার দুপুরে কালিয়াচকে ১ ব্লক কংগ্রেস কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালাল কর্মী-সমর্থকেরা। প্রার্থী বদলের দাবি সম্বলিত পোস্টার নিয়ে কার্যালয়ের বাইরে রাস্তাতেও তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীদের একাংশ। কাছেই থাকা কালিয়াচক থানা থেকে পুলিশ গিয়ে পরে পরিস্থিতি সামলায়।

রতুয়ার পর মোথাবাড়ি আসনেও প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে জেলা কংগ্রেস নেতৃত্ব চরম অস্বস্তিতে। কংগ্রেসের একাংশ প্রশ্ন তুলেছে, এর আগে প্রার্থী নিয়ে এরকম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু এবার কেন হচ্ছে তা নিয়ে দলে আলোচনা হওয়া উচিত। মোথাবাড়ি আসনের ঘোষিত কংগ্রেস প্রার্থীর অবশ্য দাবি, তৃণমূলের উস্কানিতে এমন ঘটনা হয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

সোমবারই রতুয়া আসনে প্রার্থী বদলের দাবিতে কোতোয়ালি হাভেলি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস কর্মী সমর্থকরা। তার রেশ কাটতে না কাটতেই মোথাবাড়ি আসনে কংগ্রেস প্রার্থী দুলাল শেখকে বদল করার দাবিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ-ভাঙচুরের ঘটনা ঘটে কালিয়াচক ১ ব্লক কংগ্রেস কার্যালয়ে। এদিন দুপুর সাড়ে এগারোটা নাগাদ একদল কংগ্রেস কর্মী-সমর্থক দোতলায় থাকা কার্যালয়ে ঢুকে প্লাস্টিকের চেয়ার, কাঁচে ঢাকা টেবিল ভাঙচুর করে। তাঁদের পক্ষে সবদার শেখ, কিসমত শেখরা বলেন, ‘‘টাকা লেনদেন করে প্রার্থী করা হয়েছে। আমরা দুলাল শেখকে প্রার্থী হিসেবে মানবো না। মোথাবাড়ি আসনে যদি দলীয় প্রার্থী বদল না হয় তবে বিক্ষোভ আরও বড়ো আকার নেবে।’’

এখন প্রশ্ন উঠেছে, মোথাবাড়ি আসনের প্রার্থী নিয়ে ক্ষোভ হলেও কালিয়াচক ১ ব্লকের দলীয় কার্যালয়ে ভাঙচুর কেন? জানা গিয়েছে, মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে থাকা ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দু’টি গ্রাম পঞ্চায়েত কালিয়াচক ১ ব্লকে রয়েছে এবং এই ব্লকের দলীয় সভাপতি মতিউর রহমান মোথাবাড়ি আসনে দলীয় প্রার্থীর অন্যতম দাবিদার ছিলেন। মতিউরকে প্রার্থী না করায় ক্ষোভেই হয়তো এমন ঘটনা ঘটতে পারে বলে দলের একাংশের অভিমত।

মতিউর অবশ্য বলেন, ‘‘ঘটনার সময় আমি কার্যালয়ে ছিলাম না। কে বা কারা করল আমার জানা নেই।’’ যদিও এই আসনের কংগ্রেস প্রার্থী দুলাল বলেন, ‘‘তৃণমূলের উস্কানিতে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু তাতে এই আসনে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না।’’ কালিয়াচক ১ ব্লক তৃণমূল সভাপতি সামিজউদ্দিন আহমেদ বলেন, ‘‘কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। আমাদের দলের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement