বিধান ভবনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধ কান্ত সহায় (মাঝখানে) —নিজস্ব চিত্র।
সামাজিক এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর অংশের উন্নয়নের ক্ষেত্রে ছত্তীশগঢ়কেই এখন মডেল হিসেবে দেখাতে চাইছে কংগ্রেস। বাংলায় তাদের ভোটের প্রচারে বারবারই আসছে ছত্তীশগঢ়ের কংগ্রেস-শাসিত সরকারের কথা। বাংলায় ক্ষমতায় এলে সে রাজ্যের আদলেই আর্থিক ভাবে অনগ্রসর মানুষকে পরিবার পিছু মাসে ৫৭০০ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রদেশ কংগ্রেসের ইস্তাহারে। এ বার কৃষকদের পাশে দাঁড়ানো এবং গ্রামীণ এলাকায় স্বনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রেও ছত্তীশগঢ়ের কথা বলল তারা।
কলকাতায় এসে বৃহস্পতিবার ছত্তীশগঢ়ের স্বরাষ্ট্র ও পূর্তমন্ত্রী তাম্রুধ্বজ সাহু বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনায় কৃষকদের ৬ হাজার টাকা দেওয়ার প্রসঙ্গ নিয়ে বিজেপি অনেক কথা বলছে। ছত্তীশগঢ়ে আমরা কিন্তু কৃষকদের বছরে ১০ হাজার টাকা সহায়তা দিচ্ছি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তাও সেখানে আছে। তারই পাশাপাশি হাঁস, মুরগি বা পশুপালনের মাধ্যমে স্বনির্ভরতা বাড়ানোর জন্যও সহায়তা দেয় রাজ্য সরকার।’’ মন্ত্রীর দাবি, গ্রামীণ এলাকায় আর্থিক ভাবে অনগ্রসরদের পাশে দাঁড়িয়ে সে রাজ্যে মাওবাদী সমস্যাও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাঁর মতে, এ রাজ্যেও জঙ্গলমহল এলাকায় ভোটে মাওবাদীরা আর কোনও প্রভাব ফেলতে পারবে না।
অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য কংগ্রেসের সর্বভারতীয় সেলের দায়িত্বে এখন তাম্রুধ্বজই। বিধান ভবনে এ দিন তিনি প্রদেশ কংগ্রেসের ওবিসি শাখার সঙ্গে বৈঠকও করেছেন। ছত্তীশগঢ়ের মন্ত্রীর মতোই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায়ও এ দিন কলকাতায় এসে দাবি করেছেন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় এবং দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে সংযুক্ত মোর্চা লড়াই করছে। বাংলার ভোটকে বিজেপি ও তৃণমূলের দ্বিমেরু লড়াই হিসেবে দেখানোর চেষ্টা বলেও বাস্তবে তা নয় বলে মন্তব্য করেছেন তাঁরা।